ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, সোমবার, ২০ মার্চ ২০২৩ : বলিউডের ছকবাঁধা সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। তবে রোমান্টিক-কমেডি থেকে মুখ ফেরাল না দর্শক। রণবীর কাপুর-শ্রদ্ধার জুটিকে রুপালি পর্দায় দেখে মুগ্ধ দর্শকরা। ফলস্বরূপ বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে সিনেমাটি।
Advertisement



সিনেমাটিতে রণবীর-শ্রদ্ধা ছাড়াও দেখা মিলেছে ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর, অনুভব সিং বাসিসহ অনেকের। এতে অতিথি চরিত্রে দেখা দিয়েছেন কার্তিক আরিয়ান।
Advertisement

এদিকে এই সিনেমাটি বাদেও রণবীরের শেষ মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছে। দেশের বক্স অফিসে এই সিনেমার আয় ছিল ২৫৭ কোটি রুপি। এটাই রণবীরের কেরিয়ারের সবচেয়ে হিট সিনেমা।
Advertisement

আগামিতে রণবীরকে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমায়। ‘কবীর সিং’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমায় রণবীরের নায়িকা রাশ্মিকা মান্দানা।



