ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ : চট্টগ্রামের প্রেক্ষাগৃহ দিয়েই পর্দাজীবন শুরু হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমা ‘মেইড ইন চিটাগং’ এর। এরপর ঢাকাসহ আরও একাধিক জেলায় মুক্তি পায় সিনেমাটি।
Advertisement

এবার দেশের গণ্ডি ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ১০ ফেব্রুয়ারি মার্কিন মুলুকের ২২টি শহরের ৫১টি সিনেমা হলে মুক্তি পাবে ‘মেইড ইন চিটাগং’। গত ৬ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলন করে খবরটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
Advertisement

আন্তর্জাতিক অঙ্গনে এর পরিবেশনা করছে বায়স্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা’য় সপ্তাহে ২৮টি শো চলবে। এরপর দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা আরও বাড়বে।
এ বিষয়ে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ সংবাদমাধ্যমকে জানান, কোভিড এবং তার পরবর্তী সময়ে খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি। তার মনে হয়, এখন সবার একটু হালকা হওয়া উচিৎ, একটু হাসা উচিৎ। ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি সেই সুযোগ করে দেবে। এটি পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মত একটি সিনেমা।’
Advertisement

সম্পূর্ণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম সিনেমা ‘মেইড ইন চিটাগং’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহ প্রমুখ। রূপকথা প্রডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক-কমেডি ঘরানার সিনোমটির প্রযোজক এনামুল কবির সুজন। যুক্তরাষ্ট্রের পর কানাডা এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, কুয়তে, সৌদি আরব এবং ওমানেও ছবিটি পরিবেশনা করবে বায়স্কোপ ফিল্মস।



