ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), টঙ্গীবাড়ি প্রতিনিধি,শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ : বিয়ে একজনের কিন্তু কনের বাড়িতে বর সেজে হাজির হয়েছেন ৭০ জন বর।
ADVERTISEMENT

শুক্রবার (৬ জানুয়ারি) চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। তবে এ ঘটনায় কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়নি কাউকে।
ADVERTISEMENT

একই জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালীর বিয়ের আয়োজনকে স্মরণীয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।
ADVERTISEMENT

বরযাত্রীর বাইকের বহরে সবাই শেরওয়ানি-পাগড়ি পরে বর সেজে ৭০ জন কনের বাড়িতে হাজির হয়েছিলেন। গেট আটকে দাঁড়িয়ে থাকা কনেপক্ষ তাদের দেখে প্রথমে বিপাকে পড়েছিল। এক বরযাত্রীতে এত বর দেখে কনেপক্ষের অতিথিরাও অবাক হয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে সেখানে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।


