এমপি লিটন হত্যার পরেই ভারতে আত্মগোপনে ছিলেন চন্দন (ভিডিও)

SHARE

এমপি লিটন হত্যার প্রধান সমন্বয়কারী চন্দন কুমার

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ : গাইবান্ধা-১ আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী চন্দন কুমার রায়কে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানায়, হত্যাকাণ্ডের কদিনের মধ্যেই ভারতে আত্মগোপন করেন চন্দন। সেখানে থেকে, দেশের মাদক কারবারিদের সাথে রাখতেন যোগাযোগ।

সুন্দরগঞ্জ আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, অভ্যন্তরীণ কোন্দল ও পুঞ্জিভূত ক্ষোভ থেকেই তাকে হত্যার পরিকল্পনা করে চন্দন।

২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর, এমপি লিটনকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের ১৫-১৬ দিন পর চন্দন তার আত্মীয়-স্বজনের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপন করেন। এর আগেও আসামিরা লিটনকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।

নিহত লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন।