ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ০৩ এপ্রিল ২০২২ : শুরু হলো পবিত্র মাহে রমজান। গত শনিবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়।  এরই মাধ্যমে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।এদিকে, এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। এ উপলক্ষে মসজিদে মসজিদে নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।সওম বা সিয়াম, বাংলা অর্থ বিরত থাকা। আর সিয়াম সাধনার অর্থ– রোজা রেখে সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সাধ্যমত ইবাদাত বন্দেগির জন্য উৎসাহিত করে।রমজান মাসের ফজিলত অপরিসীম। রমজান মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন মজীদ, পবিত্র রজনী লাইলাতুল কদরে আল্লাহ রব্বুল আলামীন মানবজাতির ভাগ্য পুননির্ধারণ করেন। তাই বলা হয় রমজানে যে নিজেকে পবিত্র করতে না পারে সে দূর্ভাগা।
        
                

