
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ : সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করেছে আপিল বোর্ড। আগামীকাল রোববার বিকেলে শপথ নেবে নতুন কমিটি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নানা নাটকীয়তার পর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত নিপুণ।
নিজের অনুভূতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে নিপুণ বলেন, আমি দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পীদের সঙ্গেই আছি। তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীদের উন্নয়নে কাজ করে যাব। নির্বাচনের আগে যেটা বলেছিলাম, এখনো সেটাই বলছি, এফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আসাই আমার প্রথম লক্ষ্য।
কেমন লাগছে জয়ী হয়ে, এমন প্রশ্নে নিপুণ বলেন, আমি কিছুই বলতে পারছি না। শিল্পী ও সত্যের জয় হয়েছে। শিল্পীদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা আমার পাশে আছেন, থাকবেন। যে অভিযোগের কারণে তার (জায়েদ খান) প্রার্থিতা বাতিল হয়েছে, সেই অভিযোগ সংক্রান্ত অনেক ফুটেজ আছে। আপিল বোর্ড সেগুলো যাচাই-বাছাই করার পর অপরাধের প্রমাণ পেয়েছে বলেই তার প্রার্থিতা বাতিল করেছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু একজনের অনিয়মে এমন হলো।
এর আগে শনিবার সন্ধ্যায় এফডিসিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড। এছাড়া শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়।
উল্লেখ্য, নির্বাচনের পর ‘ভোট কেনার’ অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ। এমনকি এই পদে পুনরায় ভোটের দাবিও তোলেন তিনি। ওই আবদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কী না- সে বিষয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড।