ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,০৩ এপ্রিল : করোনাভাইরাসের কারণে ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এর মধ্যে সবাইকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শুটিং বন্ধ থাকায় অলস সময় পার করছেন বলিউড তারকারা। ঘর মোছা, ছবি আঁকা, বাসন মাজা, শারীরিক কসরত করে অনাকাঙ্ক্ষিত এই অবসর পার করছেন তারা। আর এই কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন ভক্তদের জন্য।
সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী হিনা খান। এতে দেখা যায়, ঘরের ডোরম্যাট ধুতে গিয়েই একেবারে নাজেহাল অবস্থা তার। মনের দুঃখে বাথরুমেরই কান্না জুড়ে দিয়েছেন।
জানা গেছে, লকডাউনের কারণে গৃহপরিচারিকা ছুটিতে। এ কারণে মেয়েকে ডোরম্যাট পরিষ্কারের দায়িত্ব দিয়েছেন এই অভিনেত্রীর মা। আর মায়ের আদেশ পালন করতে গিয়েই নাকে জলে একাকার করে ফেলেছেন হিনা। যদিও ভক্তদের বুঝতে বাকি নেই, নিছক মজা করার জন্যই ভিডিও তৈরি করা হয়েছে।